দ্বিতীয় রোলিং মিল স্থাপনের পরিকল্পনা বিএসআরএমের

দ্বিতীয় রোলিং মিল স্থাপনের পরিকল্পনা নিয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের স্বনামধন্য ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএম স্টিলস লিমিটেড।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে একাধিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে যৌথ ঋণচুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

এই রোলিং মিলে উৎপাদিত হবে বার্ষিক ২.৫০ লাখ টন বিলেট, পাঁচ লাখ টন রিবার ও এক লাখ টন ওয়্যার রড। নতুন রোলিং মিলের ছাদে অবস্থিত সৌর বিদ্যুৎ প্রকল্প থেকেও বছরে তিন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জাইকা ও ইডকলের বড় অংশীদার ছাড়াও ইন্ডিয়া এক্সিম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক ও দি সিটি ব্যাংক এই প্রকল্প অর্থায়নে অংশগ্রহণ করবে। ইডকলর ঋণের জামিনদার হিসেবে ছিল মেঘনা ব্যাংক এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক। ডলার অর্থায়ন অংশের সামগ্রিক ব্যবস্থাপনায় ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই যৌথ ঋণচুক্তির পরিমাণ ১০৮ মিলিয়ন ডলার এবং টাকায় আট হাজার মিলিয়ন।

বিএসআরএমের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এমডি আমীর আলী হোসাইন। এ সময় জাপান দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাতসুইয়া মচিদা।