
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘এক ইঞ্চি জমি পতিত রাখা যাবে না’- এ বক্তব্যে অনুপ্রাণিত হয়ে সরকারি চাকরি করেও কৃষি উদ্যোক্তা হয়ে এলাকায় আলোচনায় এসেছেন শেরপুরের তরুণী শারমিন সুলতানা রাকা।
তার জমানো টাকা দিয়ে গ্রামে নিজের আড়াই বিঘা এবং অন্যের পতিত থাকা আরও সাড়ে ৪ বিঘা জমি চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে মোট ৭ বিঘা জমিতে লাভজনক ফসল ভুট্টার আবাদ করেছেন। ফলনও হয়েছে আশাতীত। তাই দেখে এলাকার কৃষক ও প্রতিবেশীরা তাকে বাহবা দিচ্ছেন। তার আবাদ করা ভুট্টাখেত দেখতে আসছেন অনেকেই।
সম্প্রতি তার পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ সহকারী পদে চাকরি হয়েছে। রাকা তার পারিবারিক অর্থনৈতিক দৈন্যতা কাটাতে অনেক আগে থেকেই পড়াশোনার পাশাপাশি একাধিক প্রাইভেটে পড়াতেন এবং চাকরি খুঁজছিলেন।