মিড-লেভেল কর্মকর্তাদের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী’র মতবিনিময়

সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম ব্যাংকের প্রধান কার্যালয়ের মিড-লেভেল কর্মকর্তাদের সাথে ১১ অক্টোবর এক মতবিনিময় সভা করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের মিড-লেভেল কর্মকর্তা ও নির্বাহীগণ আলোচনায় অংশগ্রহণ করেন।

আমরা সব সূচকেই এগিয়ে যাচ্ছি। আপনাদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অগ্রগতির এ ধারাকে অব্যাহত রাখতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক মহোদয়

তিনি বলেন, আমরা গত এক বছরে জনমানুষের চাহিদা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে অনেকগুলো সেবাপণ্য এনেছি, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামীতেও জনকল্যাণমূখী আরও সেবাপণ্য আনতে চাই।