বেড়ে চলেছে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। যেখানে গত সপ্তাহে উৎপাদন ছিল ১শ ৬৬ মেগাওয়াট সেখানে শনিবার সকাল ১০টা পর্যন্ত উৎপাদন হয়েছে ২০১ মেগাওয়াট।
যা চলতি বছরে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বছরের এই সময় কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৯২.৭২ ফুট এমএসএল থাকার কথা থাকলেও শনিবার সকাল ১০টা পর্যন্ত রুলকার্ভ অনুযায়ী ছিলো ১০১ দশমিক ৪৬ ফুট মীন সি লেভেল। মোট ধারণক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।