দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি: স্বাগত জানিয়ে মিছিল

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে রবিউল হোসেন রবিকে আহবায়ক ও কামরুদ্দিন সবুজ কে সদস্য সচিব করে যোগ্য নেতৃত্বের হাতে ছাত্রদলের দায়িত্ব দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মিছিল করেছে উত্তর সাতকানিয়া ছাত্রদল।

বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহীর নির্দেশে ও ছাত্রনেতা আশিকুর রহমানের নেতৃত্বে উত্তর সাতকানিয়া ছাত্রদলের উদ্যোগে (২৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-বান্দরবান মহাসড়কে এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।বিএনপির নতুন এই সাংগঠনিক ইউনিট গঠন করার পর উত্তর সাতকানিয়ায় বড় ধরনের শো ডাউন করেছে ছাত্রদল।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আমান তানজিব,এমরান হোসেন টিপু,আনিস উদ্দিন,মোহাম্মদ মোমেন,ফেরদৌস রহমান,তৌহিদুল ইসলাম,আনোয়ার হোসেন,মোহাম্মদ মানিক,রাফসান, ফয়সাল, হাসান ,রিদোয়ান, সালমান, রাকিব,জাবেদ,আবদুল মাবুদ,আসিফ,আবদুল্লাহ,মেজবা,ইউনুস,সাকিল,আনোয়ার,হাসিব,সায়ন দাশ,সাইদুল প্রমুখ।