দোহাজারী-কক্সবাজার ট্রেন চলাচল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে চট্টগ্রাম হয়ে সারা দেশের সঙ্গে রেলপথে সংযুক্ত হলো কক্সবাজার।

শনিবার দুপুরে কক্সবাজার রেলওয়ে স্টেশন প্রান্ত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন সরকারপ্রধান।

এর আগে এদিন বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়ির বহর কক্সবাজার আইকনিক রেল স্টেশনে প্রবেশ করে।

এদিন বিকেলে মাতারবাড়ীর টাউনশিপ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

চলতি বছরে কক্সবাজারে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। তাঁর আগমন ঘিরে সেখানে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি। নবরূপে সাজানো হয় পর্যটনের শহরকে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শহরজুড়ে শোভা পাচ্ছে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও পোস্টার। নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা।