ধান গবেষণা ইনস্টিটিউট নেবে ৭৪ জন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। প্রতিষ্ঠানের ২৬ ক্যাটাগরির পদে ৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদ: এডিটর ১টি (গ্রেড-৬)
যোগ্যতা: কৃষিবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিসহ কৃষি গবেষণা-সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন, সম্পাদনা ও মুদ্রণ ব্যবস্থাপনায় অন্যূন সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদ: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ১টি (গ্রেড-৬)
যোগ্যতা: ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।

পদ: সায়েন্টিফিক অফিসার (এসও) কৃষি ২০টি (গ্রেড-৯)
যোগ্যতা: কৃষিবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

পদ: সায়েন্টিফিক অফিসার (এসও) কৃষি ৩টি (গ্রেড-৯)
যোগ্যতা: কৃষিবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

পদ: সায়েন্টিফিক অফিসার (এসও) কৃষি প্রকৌশল ৩টি (গ্রেড-৯)
যোগ্যতা: কৃষি প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি।

পদ: সায়েন্টিফিক অফিসার (এসও) কৃষি অর্থনীতি ২টি (গ্রেড-৯)
যোগ্যতা: কৃষি অর্থনীতি বিষয়ে চার বছরের স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদ: সায়েন্টিফিক অফিসার (এসও) কৃষি পরিসংখ্যান ১টি (গ্রেড-৯)
যোগ্যতা: কৃষি পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পরিসংখ্যানে চার বছরের স্নাতক অথবা তিন বছরের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।

পদ: প্ল্যানিং অফিসার ১টি (গ্রেড-৯)
যোগ্যতা: কৃষি অর্থনীতি বা অর্থনীতিতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদ: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ২টি (গ্রেড-১০)
যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।

পদ: এসও (ফিল্ডম্যান) ৩টি (গ্রেড-১১)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কৃষিতে অন্যূন তিন বছরের ডিপ্লোমা।

পদ: অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার ১টি (গ্রেড-১১)
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রিসহ হিসাব সংরক্ষণ/অর্থ ব্যবস্থাপনায় তিন বছরের অভিজ্ঞতা।

পদ: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ১টি (গ্রেড-১৩)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কোনো স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা এবং গ্রন্থাগার ব্যবস্থাপনায় তিন বছরের অভিজ্ঞতা।

পদ: ইউডি কাম অ্যাকাউন্ট্যান্ট ২টি (গ্রেড-১৪)
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদ: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনো টাইপিস্ট) ৪টি (গ্রেড-১৪)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

পদ: অ্যাগ্রোমেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট ১টি (গ্রেড-১৪)
যোগ্যতা: ভূগোল/ পরিসংখ্যান/ রসায়ন/পদার্থবিদ্যা এবং গণিত বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদ: মেকানিক ১টি (গ্রেড-১৫)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। পদ: ইলেকট্রিশিয়ান ২টি (গ্রেড-১৫)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্তসহ বৈদ্যুতিক লাইন সংযোগ, মেরামত ও স্থাপনের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪টি (গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

পদ: সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ২টি (গ্রেড-১৬)
যোগ্যতা: কৃষিতে অন্যূন তিন বছর মেয়াদি ডিপ্লোমা অথবা স্বীকৃত বোর্ড থেকে কৃষিবিজ্ঞান বিষয়সহ এইচএসসি বা সমমান পাসসহ দুই বছরের অভিজ্ঞতা।

পদ: ড্রাইভার ৪টি (গ্রেড-১৬)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ হালকা বা ভারী যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্সধারী এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদ: পাম্প অপারেটর ১টি (গ্রেড-১৮)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক ট্রেড কোর্স পাসসহ পাম্প চালনায় অন্যূন তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

পদ: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ২টি (গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

পদ: ওয়ার্কশপ অ্যাটেনডেন্ট ১টি (গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

পদ: অফিস সহায়ক (এমএলএসএস) ৬টি (গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

পদ: গার্ড কাম কুক ৩টি (গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

পদ: নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড) ২টি (গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

আবেদনের প্রক্রিয়া: আবেদন করা যাবে এই ওয়েবসাইটে। বিস্তারিত এই ওয়েবসাইটে
আবেদনের শেষ সময়: ৫ অক্টোবর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।