বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১৩ জনকে নেওয়া হবে। বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারা (পুরুষ/ মহিলা) আবেদন করতে পারবেন।
পদ: সহকারী শিক্ষক মোট ১০৯টি। এর মধ্যে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে ৬৮টি এবং প্রাক্-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতভুক্ত সৃষ্ট সহকারী শিক্ষক পদে ৪১টি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। বয়সসীমা: ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
পদ: অফিস সহায়ক ৪টি বেতন স্কেল: ৮,২৫০-৮,৬৭০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।