ফ্রান্সের প্যারিসে সদ্য প্রতিষ্ঠিত স্থায়ী শহীদ মিনার পরিদর্শন ও পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
(২২ অক্টোবর) রবিবার আওয়ামী-লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে প্যারিসে সদ্য প্রতিষ্ঠিত স্থায়ী শহীদ মিনার পরিদর্শন ও পুস্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়বার) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী-লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, ফ্রান্স আওয়ামী-লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, বাংলাদেশ আওয়ামী-লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির কেন্দ্রীয় সদস্য আলী হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন, ফ্রান্স আওয়ামী-লীগের সদস্য ও যুবলীগ নেতা মোহাম্মদ হাসান আহমেদ, ফ্রান্স আওয়ামী-লীগ নেতা হোসেন আহমদ, সুমন হোসাইনসহ ফ্রান্স আওয়ামী-লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।