ঐতিহ্যবাহী হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আদম তমিজী হক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এমন স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চান তিনি।
এর আগে তিনি অভিযোগ করেন, কতিপয় ব্যক্তি প্রভাবশালীদের সহায়তায় প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টায় দীর্ঘদিন ধরে বিভিন্ন যড়যন্ত্র ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানের ক্ষতি করে আসছে। ফলে ৭৬ বছরের ঐতিহ্যবাহী সবার প্রিয় হক গ্রুপ তার বিভিন্ন অপকর্মে ধ্বংস আজ হবার দ্বারপ্রান্তে।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে তিনি টঙ্গী ফ্যাক্টরিতে জরুরি সভা এবং সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সেখানে তিনি বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।