শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান জানিয়েছেন, তৈরি পোশাক শ্রমিকদের মজুরি এখনও নির্ধারণ হয়নি। তবে এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।
সোমবার (৩০ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
মন্নুজান বলেন, মজুরি নিয়ে তৈরি পোশাক কারখানায় শ্রমিক ভীষণ অসন্তোষ দেখা দিয়েছে। ইতোমধ্যে শোনা গেছে, তাদের ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু কথাটি সত্য নয়। শ্রমিকদের নতুন বেতন কাঠামো নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্য তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের মজুরি ঠিক করা হবে। এ নিয়ে নিম্নতম মজুরি বোর্ড কাজ করছে। এখন পর্যন্ত বেতন নির্ধারণ হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন ১০ হাজার ৪০০ টাকা ঠিক করা হয়ছে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।