আট ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন

আটটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ছয় মাসের মধ্যে নীতিগত প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানগুলো ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারবে।

যাদের ডিজিটাল ব্যাংকের অনুমতি দেওয়া হয়েছে তারা হলো—ডিজিটেন, বিকাশ ডিজিটাল ব্যাংক, ডিজিট-অল, নগদ ডিজিটাল ব্যাংক, কোরি ডিজিটাল ব্যাংক, স্মার্ট ডিজিটাল ব্যাংক, নর্থইস্ট ডিজিটাল ব্যাংক ও জাপান-বাংলা ডিজিটাল ব্যাংক।

তালিকার প্রথম পাঁচটি প্রতিষ্ঠান আগামী ছয় মাসের মধ্যে কার্যক্রম শুরু করতে পারবে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করে বাকি তিনটি প্রতিষ্ঠানকে পরবর্তী ছয় মাসের মধ্যে অনুমোদন দেবে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদা‌রের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন ডিজিটাল ব্যাংক অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

রেমিট্যান্সের অর্থ দুই দিনের মধ্যে পরিশোধের নির্দেশ

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।