আজ মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এ লেনদেন হয়েছে ১০.৮০ কোটি টাকা। এদিন ৩ হাজার ১৮৩টি লেনদেনের মাধ্যমে মোট ৫০.০৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে।
মঙ্গলবার সিএসই’র ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।
এদিকে সিএসই’র সার্বিক শেয়ার মূল্যসূচক ৪.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৯ পয়েন্টে। অন্যদিকে সিএসই-৫০ মূল্যসূচক দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৯ পয়েন্টে।
এছাড়া সিএসই’র শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২০ দশমিক ০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৩ পয়েন্টে। অন্যদিকে এসমেক্স ইনডেক্স-এর মূল্যসূচক ২০ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৫৭ পয়েন্টে।
আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কেটি ৭৪ হাজার ৭১২ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩২,৯৯৯.৪৩ কোটি টাকা।
সিএসই’তে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ১৬১ টির। এর মধ্যে দাম বেড়েছে ৪৬ টির এবং কমেছে ৪৭ টির দাম। অপরিবর্তিত রয়েছে ৬৮ টির দাম।