সিএসই’তে লেনদেন ৫৩০ কোটি ২৯ লাখ টাকা

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এ লেনদেন হয়েছে ৫৩০.২৯ কোটি টাকা। এদিন ১ হাজার ৪০৪টি লেনদেনের মাধ্যমে মোট ১৬ লাখ ২০ হাজার শেয়ার হাতবদল হয়েছে।

বৃহস্পতিবার সিএসই’র ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

এদিকে সিএসই’র সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮ পয়েন্টে। অন্যদিকে সিএসই-৫০ মূল্যসূচক দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৭ পয়েন্টে।

এছাড়া সিএসই’র শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১ দশমিক ০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮ পয়েছে। অন্যদিকে এসমেক্স ইনডেক্স-এর মূল্যসূচক ৫ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৮ পয়েন্টে।

আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭৭,৯৪৯.০৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,৬৫৩.৫২ কোটি টাকা।

সিএসই’তে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ১৪৩টির। এর মধ্যে দাম বেড়েছে ২৪ টির এবং কমেছে ৫৬ টির দাম। অপরিবর্তিত রয়েছে ৬৩ টির দাম।