সিএসই’তে লেনদেন ৫.০৫ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এ লেনদেন হয়েছে ৫.০৫কোটি টাকা। এদিন ১ হাজার ৮১৯টি লেনদেনের মাধ্যমে মোট ১১.২২ লাখ শেয়ার হাতবদল হয়েছে।

রবিবার সিএসই’র ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

এদিকে সিএসই’র সার্বিক শেয়ার মূল্যসূচক ৩.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৮ পয়েন্টে। অন্যদিকে সিএসই-৫০ মূল্যসূচক দশমিক ০.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৭ পয়েন্টে।

এছাড়া সিএসই’র শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক দশমিক ০.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৯ পয়েন্টে।অন্যদিকে এসমেক্স ইনডেক্স-এর মূল্যসূচক ২০ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৬ পয়েন্টে।

আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কেটি ৭৫ হাজার ১৯৫ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৫,১১৭.৩৯ কোটি টাকা।

সিএসই’তে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ১৩৮ টির। এর মধ্যে দাম বেড়েছে ৩৭ টির এবং কমেছে ৫০ টির দাম। অপরিবর্তিত রয়েছে ৫১ টির দাম।