সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এ লেনদেন হয়েছে ৬২৩.০৫ কোটি টাকা। এদিন ১ হাজার ৪৩৪টি লেনদেনের মাধ্যমে মোট ১৯.৩৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে।
রবিবার সিএসই’র ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।
এদিকে সিএসই’র সার্বিক শেয়ার মূল্যসূচক ০.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৭ পয়েন্টে। অন্যদিকে সিএসই-৫০ মূল্যসূচক দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৭ পয়েন্টে।
এছাড়া সিএসই’র শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক দশমিক ০.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৯ পয়েন্টে।অন্যদিকে এসমেক্স ইনডেক্স-এর মূল্যসূচক ৩০৫ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৪ পয়েন্টে।
আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কেটি ৭৮ হাজার ৩০১ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,৬৫৩.৫২ কোটি টাকা।
সিএসই’তে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ১২৭ টির। এর মধ্যে দাম বেড়েছে ৪০ টির এবং কমেছে ৩৯ টির দাম। অপরিবর্তিত রয়েছে ৪৮ টির দাম।